সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ড্যাবের শোক ও দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৪ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সভাপতি অধ্যাপক হারুন-আল-রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন।
চট্টগ্রাম কন্টেইনার ডিপোতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে প্রায় ৫০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা এবং সেই সাথে প্রায় চার শতাধিক শ্রমিকের অগ্নিকাণ্ডে আহত হওয়ার ঘটনায় তীব্র শোক ও দুঃখ প্রকাশ করছি।
একইসাথে কর্তৃপক্ষের নিদারুণ অবহেলায় সাধারণ মানুষের এই ব্যাপক জীবনহানি এবং ক্ষয়ক্ষতিরও তীব্র নিন্দা জানাচ্ছি।
এই মুহূর্তে আহত সমস্ত মানুষের পাশে নিজেদের সমস্ত সামর্থ্য নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব এর চট্টগ্রামস্থ সকল সদস্যদের কে আকুল আহ্বান জানাচ্ছি।