সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২৩ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় থাকা দগ্ধদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
শনিবার রাত থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন হাসপাতাল/ক্লিনিকে অবস্থান করেন। অগ্নিদগ্ধদের পাশে ঔষধ, খাবার পানিয় সহ প্রয়োজনীয় সামগ্রি নিয়ে অবস্থান নেন। তাছাড়াও ছাত্রদলের নেতৃবৃন্দ আহত দগ্ধদের জন্য রক্তদান করেন।
এদিকে অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় রক্তের যোগান দিতে ছাত্রদলের পক্ষ থেকে একটি সেল গঠন করা হয়েছে। নগর ছাত্রদলের কয়েক শতাধিক নেতৃবৃন্দ রক্ত দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আহতদের জন্য প্রয়োজনীয় রক্ত দেয়ার জন্য ছাত্রদলের কর্মীরা প্রস্তুত বলে জানানো হয়েছে। তাছাড়াও অগ্নিদগ্ধদের রক্তের প্রয়োজন হলে ০১৭১৫৭২৫৭০১ অথবা ০১৭৮৩৩৩৩৩৪৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনা বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতদের সহায়তায় ছাত্রদল মানবিক সংগঠন হিসাবে এগিয়ে এসেছে। আমাদের কয়েকশত নেতাকর্মী ঔষধ, খাবার, পানি নিয়ে রাতভর হাসপাতালে অবস্থান করেছে। আমাদের কর্মীরা প্রয়োজনীয় রক্তের যোগান দিয়েছে। হাসপাতাল থেকে আপাতত রক্তের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। ছাত্রদলের একটি সেল গঠন করা হয়েছে, কয়েক শতাধিক রক্তের ডোনার প্রস্তুত রাখা হয়েছে। রক্তের প্রয়োজন হলেই আমাদের কর্মীরা রক্ত দিতে প্রস্তুত আছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, বিস্ফোরণের ঘটনায় নিহত পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করছি। আহতদের চিকিৎসায় যে কোনো প্রয়োজনে ছাত্রদল পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
নগর ছাত্রদলের পক্ষ থেকে যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, সামিয়াত আমিন জিসান, মোহাম্মদ আনাচ, সদস্য এনামুল হক এনাম, মোহাম্মদ রাজু সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ বিস্ফোরণে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে গভীর রাত থেকে হাসপাতালে নিয়োজিত আছেন।