উন্নয়নের নামে লাখ লাখ টাকা পাচার হয়ে যাচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১২:৩৪ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার শুধু উন্নয়ন উন্নয়ন করে, কিন্তু এই উন্নয়নের মাঝে মানুষের কত চাপা কান্না আছে তা এখন টের না পেলেও কিছু দিনের মধ্যে টের পাবে। কারণ উন্নয়নের নামে লাখ লাখ টাকা পাচার হয়ে যাচ্ছে। আর এই পাচার করাই হলো আওয়ামী লীগের দর্শন।
আজ রবিবার (৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কিছু দিন আগেও মতিঝিল থেকে বড় বড় নৌকা ছাড়তো। দেশের বিভিন্ন স্থান থেকে মালবোঝাই করে এসব নৌকা ঢাকায় নিয়ে আসা হতো। ৬০-৭০ বছরের মধ্যে এগুলো হারিয়ে গেছে। যা আমরা অধিকাংশ মানুষ জানে না।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো: নুরুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান মো: মনোয়ারুল ইসলাম।