গণআন্দোলনের মাধ্যমে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে : নায়াব ইউসুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৬ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এ সরকারের ১৪ বছর শাসন আমলে দেশের মানুষ এখন দিশেহারা দেশের অথনৈতিক অবস্থা খুবই ভয়াবহ মানুষের হাতে টাকা নেই ব্যাংকে টাকা নেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে আজ জিয়াউর রহমান বেঁচে থাকলে আমাদের দেশে এমন অবস্থা হত না, মানুষ সুখে শান্তিতে থাকতো। জিয়াউর রহমান কৃষি উন্নয়ন করতে চেয়েছিলেন। মানুষের জীবন যাত্রা উন্নয়ন করতে চেয়েছিলেন তার অনুপস্থিতে আমাদের তার আদর্শকে ধারন করতে হবে।
তিনি বলেন, এখন দেশ বাঁচাতে হলে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় তিনি বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখার তীব্র নিন্দা জানান।
গতকাল শনিবার (৪ জুন) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ একথা বলেন।
শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মাতবর বাজার চত্বরে অম্বিকাপুর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাতোয়ালি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম,বিএনপি নেতা সরোয়ার হোসেন,হযরত মন্ডল,জেলা ছাত্রদল নেতা রাহাত খান নিশু,কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন,ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভার সঞ্চালন করেন কোতয়ালী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।
বক্তাগন সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।