মির্জা আজম কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৪ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে কটুক্তিপূর্ণ বক্তৃতা দিয়েছেন তা এক জন নাবালকের মত কথা। তার পরিবারে একজন মুক্তিযোদ্ধাও নেই। মির্জা আজম কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান না।
ওয়ারেছ আলী মামুন আরও বলেন, এই অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকে দেশের মানুষের কোন স্বাধীনতা নেই। কথা বলার অধিকার টুকু এই সরকার হরণ করেছে। আগামী দিনে বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। তিনি মানুষের ভোটের ও কথা বলার অধিকার ফিরিয়ে আনতে ওলামা দলসহ সকলকে রাজপথে থেকে এই সরকারের পতন নিশ্চিত করার আহবান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দোয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জামালপুর জেলা ওলামা দলের আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের যুগ্মআহবায়ক কাজী মসিউর রহমান, সদস্য সচিব আব্দুর রহিম রাশেদী প্রমূখ।