গাজীপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩৫ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপি আয়োজিত আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শেখ হাসিনার নেত্বাধানীন ভোটচোর অবৈধ সরকার দেশে পরিকল্পিতভাবে বিশৃংখলা সৃষ্টি করে পালানোর সুযোগ খুঁজছে।
নগরীর বোর্ডবাজার মোল্লা কনভেনশন সেন্টারে শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার বলেন, অবৈধ এই সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। তাই আমরা খোলা মাঠে অনুষ্ঠান করতে পারি না, ঘরে বসে দলীয় অনুষ্ঠান করতে হয়। গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণকারী এই সরকারের পতন ঘটিয়েই জিয়াউর রহমানের আগামী ৪২তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করবে বিএনপি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার বলেন, জোর-জুলুম ও মিথ্যার ওপর ভিত্তি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। অবৈধ এই জালিম সরকার এখন অন্তিম শয্যায়। এদের দাহ করার এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু বলেন, আইন শৃংখলা বাহিনীর বাড়াবাড়ি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে অ্যামেরিকার নিষেধাজ্ঞায় অবৈধ সরকার এখন দিশেহারা। তারা এখন বিরোধী দল-মত দমনে আইনশৃংখলা বাহিনীর পরিবর্তে দলীয় ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে দেশে পরিকল্পিতভাবে বিশৃংখলা সৃষ্টির মাধ্যমে পালানোর পথ খুঁজছে। ইতিমধ্যে তারা দেশের সব টাকা বিদেশে পাচার করে দিয়েছে। কিন্তু পালিয়ে গিয়েও তাদের শেষ রক্ষা হবে না। শেখ হাসিনাকে গ্রেফতার করে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে এমন ১২টি পদ্মা সেতু তৈরি করা হবে।
গাছা থানা বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মো. সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি শেখ মো. আলেক, বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু, নূর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান, মো. জাহাঙ্গীর হাজারী, সেলিম মিয়া, ইমতিয়াজ মুজতবা খান তুষার, মোমিনুর রহমান মোমিন, মাওলানা আব্দুল মোমেন, আবুল হোসেন বাবু প্রমুখ।