ত্রিশালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১১:২৮ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমারিবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুন) বিকেলে উপজেলার আমিবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মনেুষের মাঝে রান্না করা খাবার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ত্রিশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল।
ত্রিশাল থানা ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলনেতা শওকত হোসেনের সভাপতিত্বে ও যুবদলনেতা মোস্তাফিজুর রহমান সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবীর, রাজরুল ওয়াহাব রাজু, ওয়াহিদুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, ত্রিশাল উপজেলা যুবদল নেতা বাছির মন্ডল, তরিকুল ইসলাম, আব্দুল্লাহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিরুল ইসলাম, ত্রিশাল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকন-উজ-জামান বাপ্পি, আশরাফুল আলম নাঈম, আবু সাঈদ, আবু রায়হান রোমান।
এছাড়াও ত্রিশাল উপজেলা ও আমিড়াবাড়ি ইউনিয়ন যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।