শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় কৃষক দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষক দলের উদ্যোগে আজ শনিবার বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিন্টু, ইব্রাহিম হোসেন সাকিদার, আব্দুল মালেক, গোলাম হোসেন রাজু ও মোঃ জাহাঙ্গীর ইসলাম সওদাগর, বগুড়া সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুস সালাম খান রুবেল, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কৃষকদল ধুনট উপজেলা শাখার আহবায়ক আফাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন চঞ্চল, সারিয়াকান্দি উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম রবু, শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব নুরুল ইসলাম নুর, কাহালু উপজেলা শাখার সদস্য সচিব হারুন অর রশিদ, কাহালু পৌর শাখার আহবায়ক রফিকুল ইসলাম, তালোড়া পৌর শাখার আহবায়ক হেলাল উদ্দিন, জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ সারোয়ার, মাকছুদুর রহমান মিলন, খাদেমুল ইসলাম বাচ্চু, বগুড়া জেলা তাঁতী দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন স্বপন প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।