শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জার্মানি বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০১:২২ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল গনি সরকার, ১ম যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক খান, বার্লিন মহানগর বিএনপির সভাপতি জসিম সিকদার, জার্মান যুব দল সভাপতি আনহার মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন নানা, আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খান মিঠু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় এবং একদলীয় শাসন থেকে দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।