শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জিয়া পরিষদের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২০ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, কেএম খায়রুল বাশার ও সহিদ উন নবী সালাম, জেলা তাঁতী দলের সভাপতি সারোয়ার হোসেন, জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল আহসান মন্ডল, যুগ্ম সম্পাদক প্রভাষক একেএম মেহেদী হাসান রাজু, সহকারী অধ্যাপক নাজমুল হক, প্রদর্শক একলামুর রেজা ডলার, জাহিদ ইকবাল জিতু ও অধ্যক্ষ মাহাবুবুল হক শাহিন, কোষাধ্যক্ষ কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুন্নবী রুবেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোমিনুর রশিদ তালুকদার সাইন, আবু জাফর রাজু, প্রভাষক রেয়ন তালুকদার, সহকারী অধ্যাপক নুরে আলম জুয়েল, সহকারী অধ্যাপক কাজল প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।