সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়েছে : মান্নান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৩১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বারদি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিদ্যুতের কোন সংযোগ ছিলনা। কাজেই বিদ্যুৎতের শটসার্টিক থেকে আগুন লাগার কোন সম্ভাবনা নেই। কেউ বা কাহারা রাতের আধারে শত্রুতা করে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এসময় তিনি কার্যালয়ের সাথে পুড়ে যাওয়া আরো ৫টি দোকানের জন্য দু:খ প্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বারদী ইউনিয়ন কার্যালয়ে আগুন লাগার সংবাদ শুনে নেতাকর্মীদের নিয়ে কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী নজরুল ইসলাম টিটু, বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আলী আজগর, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী আব্দুর রহমান মুন্সি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোমেন খান নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর বারদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী নেহাল উদ্দিন মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, করিম মেম্বার, ডাক্তার রফিকুল ইসলাম নাছির মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক আলমগীর মেম্বার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বারদি ইউনিয়ন বিএনপি নেতা জহির, সোনারগাঁও থানা কৃষক দলের সাধারন সম্পাদক সেলিম হোসেন দিপু বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দিল আলী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি করিম রহমান বারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির সহ বারদী ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ এইসময় উপস্থিত ছিলেন।
বুধবার রাত ১১টার দিকে বারদী বাজারে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কার্যালয়টি পুরোপুরি ভষ্মিভূত হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।