ক্ষমতাসীন আ'লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : চৌধুরী নায়াব ইউসুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৫৯ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদেরকে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
আজ শুক্রবার (৩ জুন) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ একথা বলেন।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হামলা করে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু জনগণের পিঠ ঠেকে গেছে দেয়ালে। তারা এই অবৈধ সরকারকে আর দেখতে চায়না।
ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ফরিদপুরের কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রানু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি নেতা নাজিমুদ্দিন লেলিন, সাবেক শহর বিএনপি নেতা সাইদুর রহমান চুন্নু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমএম ইউসুফ, সাবেক ভিপি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
কোতয়ালী বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজ্জাজ বিন ইউসুফ সভা সঞ্চালনা করেন।
বিকেল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী সভাস্থলে যোগ দেন। বক্তাগণ বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখার তীব্র নিন্দা জানান। তারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।