ফরিদপুরে দুর্গম চরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৯ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৯ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক ও মহিলা দলের ঢাকা উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ চর অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বলেন পদ্মা পারের মানুষের সংগে আমাদের পূর্ব পুরুষের সম্পর্ক আমার আব্বার সংগে চর অঞ্চলের মানুষের আত্মার সম্পর্ক ছিল, আপনাদের সুখে-দুখে আপনাদের পাশে থাকতেন তিনি। আমি ও আমার আব্বুর মত আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। আপনারা আমার সংগে সব সময় যোগাযোগ রাখবেন।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন বিএনপির আয়োজিত মোহাম্মদ মাতুব্বরের ডাঙ্গী এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নর্খ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গাজীর টেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, বিএনপি নেতা লতিফ মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, ছাত্রদল নেতা মো: জানে আলম, প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বিএনপি নেতা ফালু, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কৌশিক আহমেদ অনিক, ছাত্রদল নেতা আনোয়ার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নায়াব ইউসফ আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন এবং দেশের জন্য তিনি যে সাহসিকতা সাথে ভূমিকা রেখে গেছেন মানুষ চিরকাল তার অবদানের কথা মনে রাখবে। আমরা তার এ শাহাদাৎ বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছি।
এ দিকে নর্থ চ্যানেলের দুর্গম এলাকায় সকাল থেকে দলে দলে মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভাস্থলে আসতে থাকে, এক পর্যায়ে সভা শুরু হলে প্যান্ডেলের আশপাশ লোকে লোকারণ্য হয়ে যায়।