জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০৩ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের গোপিনাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুন) গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গোপিনাথপুর বাজারে বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক অধ্যক্ষ শামসুল হক।
গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম অপুর সঞ্চালনায় জেলা, উপজেলা, পৌর বিএনপির নেতাকর্মী ও যুবদল, ছাত্রদলসহ সংগঠনের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন ইমরান হোসন। সভায় বক্তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, ওবায়দুর রহমান সুইট, বিএনপি নেতা জামশেদ আলম, কামরুজ্জামান কমল, কায়কোবাদ আরাম, আমিনুল ইসলাম পল্টু, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারণ সম্পাদক শাহরিয়ার আদনানসহ অন্যরা।