সোনারগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০২ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০০ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও পৌর এলাকার কৃষ্ণপুরায় আজ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো, মজিবুর রহমান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে-এ-ইয়াসিন নোবেল এবং থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, যুবদল নেতা আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন অভি, মোজাম্মেল হক, রবেল নিলয়, ইসফাক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরকার, সেলিম খন্দকার, সমাজ সেবা সম্পাদক হাবীব শিকদার ও সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু প্রমূখ।