শ্রমিকদল নেতা হানিফের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪৭ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুরের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের নিরীহ অটো চালক উপজেলা শ্রমিকদলের সদস্য আবু হানিফকে ছুরিকাঘাতে হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসি। অন্যথায় আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
হানিফের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে চাঁচাইতারা বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি চলাকালে উপরোক্ত হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বিক্ষোভ মিছিলটি চাঁচাইতারা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন চলাকালে আজিজুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, বন্দর ব্যবসায়ী নেতা আব্দুল লতিফ বাবু, ইউপি সদস্য আব্দুল মজিদ, নিহত আবু হানিফের স্ত্রী জরিনা বেগম, বাবা খোকা প্রামাণিক, শিক্ষক আইয়ুব হোসেন, আব্দুল হামিদ, জেলা রিক্সা ভ্যান শ্রমিকদলের সভাপতি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, যুগ্ম-সম্পাদক বাবলু মিয়া, ইমরান হোসেন, আব্দুল খালেক, মোটর শ্রমিক নেতা ইনছান প্রামাণিক প্রমুখ।
উল্লেখ্য, ছাগলে ঘাস খাওয়া কে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উঠানে প্রতিবেশি আবুল কাশেমের ছেলে মজনু মিয়া (৩৫)’র উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন চাঁচাইতারা মধ্যপাড়ার খোকা প্রামাণিকের ছেলে অটো চালক আবু হানিফ (৪২)।
এ ঘটনায় নিহত আবু হানিফের স্ত্রী জারিনা বেগম বাদি হয়ে মজনু মিয়াকে প্রধান আসামী করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, মজনু মিয়ার বাবা আবুল কাশেম, মা মর্জিনা বেগম, ছোট দুই ভাই আব্দুল মজিদ (৩০), মিজানুর (১৬) এবং আব্দুল মজিদের স্ত্রী জান্নাতি বেগম (২৫)।
মামলা দায়েরের পর জান্নাতি বেগম কে পুলিশ গ্রেফতার করেছে। অপর আসামীরা পলাতক রয়েছে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শামীম আহমেদ জানিয়েছেন।