সংঘাতের রাজনীতি পরিহার করুন : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৫ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্থ করার ষড়যন্ত্র করছে। দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির শান্তিপূর্ণ সভায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করছে। এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোন স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না। জনগণের উত্তাল রোষে তারাও হারিয়ে যাবে। আমরা দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই, সংঘাতের রাজনীতি পরিহার করুন। অন্যথায় এর পরিনাম ভয়াবহ হবে। আমরা আর ছেড়ে দিবো না, আমরাও প্রতিহত করব আপনাদের। সকল অন্যায় অবিচারের দাঁত ভাঙ্গা জবাব দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটা নেতাকর্মীকে প্রস্তুত।
আজ বৃহস্পতিবার (২ জুন) তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠনকল্পে বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বায়েজীদ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, বর্তমান সরকারকে উৎখাত ও খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে আন্দোলনে থাকতে হবে। রাজপথে থাকার সময়ে চলে এসেছে। আঘাত আসবে। জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের সকল ষড়যন্ত্র আমরা রাজপথে মোকাবেলা করব।
বায়েজীদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, খায়রুল আলম দিপু, মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সহ- সাধারণ সম্পাদক দিদার হোসেন, আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক পারভেজ আহমেদ, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহান, এমদাদুল হক, সদস্য সোহাগ গাজী, শফিকুল ইসলাম বাচাঁ, আবু কালাম নিজামী, মোঃ আমিন, সোহাগ, আব্দুল খালেক, মোঃ হারিস, মোঃ ইকবাল, মোঃ হুমায়ুন কবির। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফিরোজ মাহমুদ, মো. খোরশেদ আলম, মো. মহিউদ্দিন নিজামী, ইলিয়াছ বাচ্ছু , মো. মোদাচ্ছের, মো. মনির, মো. সোহেল, মো. লিটন, রনি, নুর মোহাম্মদ সহ প্রমুখ।