সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি কতৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে : দীপ্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫৪ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আওয়ামীলীগ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি কতৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। একইসাথে একটি ছদ্মবেশী বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। তার ওপরে গণতন্ত্রের মোড়ক লাগানো হয়েছে। একটি নির্বাচন হয়, সেখানে আওয়ামীলীগ তাদের মত নির্বাচন সাজিয়ে দেখায় তারা নির্বাচিত প্রতিনিধি। আর সেইভাবেই তারা তাদের ক্ষমতাকে মিথ্যার মধ্য দিয়ে পাকাপোক্ত করে চলেছে। ফলে আওয়ামী লীগের শাসন ইটস সেলফ বাংলাদেশের অগণতান্ত্রিক শাসনের। যে গণতন্ত্রের কথা বলে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন, গৌরবের অধিকারী হলেন। কিন্তু ক্ষমতার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝিয়ে দিলেন তারা আসলে গণতন্ত্র ধারণ করেন না।
আজ বৃহস্পতিবার (২ জুন) তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাঁচলাইশ থানা যুবদল এর উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আমরা দেখেছি কীভাবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিহ্ন করে দিয়ে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী সময়ে দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখনই মিডিয়াকে আক্রমণ করেছে। এখন গত এক যুগ ধরে প্রথম লক্ষ্যবস্তু হচ্ছে গণমাধ্যমের ওপরে আক্রমণ করে সত্য কথা বলার যে বিষয়গুলো রয়েছে, সেগুলোকে পুরোপুরিভাবে নির্বাসিত করা।
পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোঃ আলী সাকি'র সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মোঃ মুছা, পাঁচলাইশ থানা বিএনপি নেতা তারেক রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইকবাল পারভেজ, সেলিম উদ্দীন রাসেল, ওমর ফারুক, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক হামিদুল হক, পাঁচলাইশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেল, যুগ্ম আহবায়ক শাহেদ হোসেন খান পারভেজ, সরোয়ার উদ্দিন সেলিম, রিদওয়ান হোসেন জনি, মোঃ রাসেল আকাশ, এনামুল হক চৌধুরী কামাল, জাবেদ আলী, মোহাম্মদ মিল্লাত হোসেন, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মনসুর, আব্দুল মান্নান, হাসান চৌধুরী তোফা, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ ইউনুস, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ শাহাবাজ, যুগ্ম আহবায়ক সুলাইমান হোসেন মনা, মাসুদ আলম, মোহাম্মদ জাবেদ, খোকন মোল্লা, নুরুল হকসহ থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।