নবগঠিত যুবদলকে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫১ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উত্তর জেলা যুবদল। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের যে কোন কর্মসূচী বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।
আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর চড়পাড়া এলাকায় এ আনন্দ মিছিল করে উত্তর জেলা যুবদলের নেতাকর্মীরা।
এমিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ও সাবেক ভিপি শামছুল হক শামছু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সৈয়দ তৌফিকুল ইসলাম, সানোয়ার হোসেন খান, আজিজুল হাই সোহাগ, নিজাম উদ্দিন, মোস্তাফিজুর রহমান জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াইজুল হক বিপ্লব, রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান রাসেল, দিদারুল ইসলাম বিপুল প্রমূখ।