জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বাগেরহাট জেলা বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:১১ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীর চথুর্ত দিনে বাগেরহাট জেলা বিএনপি বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে।
আজ বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১ টায় বাগেরহাট শহরের সম্মিলনি স্কুল রোডের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয় চত্বরে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, জেলা কৃষকদলের সভাপতি আসাবুদ্দৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবুল আসলাম আজাদ বুলু, জেলা জাসাস এর সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফকির তহিদুল ইসলাম, কৃষকনেতা ফিরোজ খান, হাওলাদার রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সরদার জসিম উদ্দিন, পৌর ছাত্র দলের সদস্য সচিব মেহেদি হাসান, ছাত্র নেতা রাসেল শরিফ, রানা দিহিদার, আলি আজিম সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শহরের বিভিন্ন স্থানে প্রায় পাঁচশতাধিক বৃক্ষের চারা রোন করেন।