শাসকগোষ্ঠী পতনের দ্বারপ্রান্তে : মাহবুব চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:২০ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, সর্বগ্রাসী লুট, দুর্নীতি, দুঃশাসন, হামলা, মামলা, খুন, গুমের জন্য শাসকগোষ্ঠী পতনের দ্বার প্রান্তে। মন্ত্রী এমপি নেতা কর্মিরা সিন্ডিকেট করে দ্রব্য মূলের উর্ধ্বগতি সহ সকল ক্ষেত্রে মানুষের নাবিশ্বাস তুলেছে। শহীদ জিয়ার রাজনীতি, দর্শন, নীতি, আদর্শ জন সম্পৃক্ত-জন সমাদৃত। সে কারণেই আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ভয় পায়, সহ্য করতে পারেনা তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তাকে। এজন্য তারা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রাজনীতি সম্পর্কে ধারাবাহিক ভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। শহীদ জিয়া আমাদের শক্তি, তাঁর রাজনীতিতেই মিলবে দেশ ও জাতির মুক্তি।
গতকাল বুধবার (১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরীর ৬ নং ওয়ার্ডে অসহায় দুস্হ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, মহানগরীর ৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আমিন আহমদ প্রমূখ।