খালেদা জিয়ার মুক্তি ও বকুলের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১২:২২ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী "বেগম খালেদা জিয়া" এর নিঃস্বার্থ মুক্তির দাবি ও সাবেক ছাত্রনেতা খুলনা মহানগর বিএনপি'র সম্মানিত সদস্য ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী "রকিবুল ইসলাম বকুলের" নামে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে ঢাকাস্থ, খুলনা বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে কাকরাইল মোড় থেকে, শান্তিনগর মোড়, পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষের নেতৃত্বে বিশাল একটি বিশাল মশাল মিছিল হয়।
আজ বুধবার (১ জুন) মশালের নেতৃত্ব দেন বাইজিদ, রিয়াদ, ফারুক হোসেন, বাইজিদ হোসাইন, সোহেল, আলামিন, রুবেল তালুকদার, বনি আমিন, মিজান, আব্দুর রহমান, সহ আরো অনেকে।