বগুড়ায় ছাত্রদলের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোকচিত্র প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪১ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা বলেছেন, বগুড়ার কৃতি সন্তান একজন মেজর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা জাতি হিসেবে যদি বড় হতে চাই তাহলে সব নেতাকে সম্মান করতে হবে। সে যে দলেরই হোক। কিন্ত আমাদের দেশে এমন অবন্থা হয়েছে আমরা কাউকে সম্মান করতে চাইনা।
আজ বুধবার (১ জুন) বিকেলে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শহিাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপড় আলেকচিত্র প্রদর্শনী ও শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রনকারীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা ছাত্রদলে সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এরবং সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষনা করেছেন, জেড ফোর্স গঠন করে যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছেন। পরবর্তীতে সিপাহী জনতার অনুরোধে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। দেশের মানুষের জন্য কাজ করেছেন, কচি কাচাঁ শিশু কিশোরদের জন্যও অনেক কাজ করে গেছেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এ্যাডঃ এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শহীদ উন নবী সালাম, খাদেমুল ইসলাম, মিল্লাত হোসেন প্রমুখ।