ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দেগ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ জুন) বিকেলে ফতুল্লা ডি,আই,টি মাঠে ফতুল্লা থানা স্বেচ্ছাসেনক দলের উদ্দেগ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি জাকির হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তঃজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাদাত সায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন শিকদার।
এ ছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, নাজমুল হাসান বাবু, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক চৌধুরী রয়েল, ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু, সদস্য সচিব প্রদীপ সাহা, জেলা স্বেচ্ছা সেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মামুন মিয়া, থানা ছাত্রদল নেতা লেলিন আহম্মেদ, আবু জাফর সাগর, হৃদয়, শামীম, মাসুম ফয়সাল,রাজু, যুবদল নেতা মিঠু, সৈকত, সাদ্দাম, শাহীন, রুবেল চৌধুরী, সেলিম, হজরত, শামীম, নাঈম প্রমূখ।