হামলা-মামলা করে নেতাকর্মীদের আন্দোলন থেকে বিচ্যুত করা যাবেনা : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৫৫ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। দেশে গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। ভোট দেয়ার অধিকার নেই। এবং এদেশের মানুষ দ্রব্যম্যূল্যের ঊর্ধ্বগতিতে প্রচন্ড অসহায়। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, সেই ক্রয়ক্ষমতাও তাদের নাগালের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীদের উদ্ভট মন্তব্য প্রমাণ করে সরকারের মন্ত্রীদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা শুধু লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। লুটেরাদের অবস্থান দেখে তারা জনগণের অবস্থা বিচার করছে। সরকারের আচরণেই প্রমাণিত হয়, এই সরকার দুর্নীতিবাজ, আমলা, লুটেরা রাজনীতিবিদ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে।
তিনি আরোও বলেন, জনগণের কাছে সরকার দায়বদ্ধ নয়। দুর্নীতি, লুটপাট, ঋণখেলাপিদের দৌরাত্ম, টাকা পাচার আর মেগা প্রজেক্ট তারা দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। অবৈধ ক্ষমতাকে আকড়েঁ ধরতে সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির নেতাকর্মীদের উপর যুবলীগ ছাত্রলীগ আর গৃহপালিত আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়া হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে বিচ্যুত করা যাবেনা। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে চলমান সংকট থেকে উত্তরণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ ও জনগণকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠনকল্পে আজ ১ জুন বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরীর আওতাধীন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই এবং এদেশের মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায়। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সরকারের সিন্ডিকেটের লোকেরা। আমাদের এই দুর্নীতিবাজ সরকারকে বিতাড়িত করতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি ও সদস্য সচিব মোঃ শহীদুজ্জামান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি এড.সাইদুল ইসলাম, মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, এম.আবু বক্কর রাজু, সহ- সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রিপন, সাজ্জাদ হোসেন, নুহ গাজী সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহেদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীর কাশেম, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, আশরাফ উদ্দিন টিপু, হোসাইন মোহাম্মদ মাসুম, কামাল হোসেন খোকন, ইসহাক জয়, সদস্য নজরুল ইসলাম বক্কন, আরিফুর রহমান হিরু, মো. হারুন, মো. শাহালম, মো. ফিরোজ, রুবেল চৌধুরী, মো.সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, মো. ওসমান, নুরুল ইসলাম, মো. ইদ্রিস সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।