দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবন ওষ্ঠাগত : দীপ্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২৬ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। বাজারে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই, যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। নিম্নআয়ের মানুষ যা আয় করছে, তার পুরোটাই জীবনধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করতেই শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ তাদের হাতে থাকছে না।
আজ বুধবার (১ জুন) বাদ আছর তিনি নগরীর হালিশহর থানা যুবদলের উদ্যোগে মধ্য রামপুর হাজারদীঘি হযরত নসু শাহ (রঃ) মসজিদে দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, দেশে এখন জনগণের নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার নেই। বর্তমান সরকার জোর করে একদলীয় নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। দেশে এখন একদলীয় সরকারের শাসন চলছে। দেশে লুটপাট চলতেছে, লাখ লাখ কোটি টাকা পাচার করা হচ্ছে। দেখে যেন মনে হচ্ছে, বর্গীরা এদেশে যেভাবে লুট করেছিল, সেভাবে আওয়ামী লীগও লুটপাট চালাচ্ছে।
উক্ত দোয়া মাহফিলে মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, হালিশহর থানা থানা যুবদলের আহবায়ক মোশাররফ আমিন সোহেল, সদস্য সচিব হাবিব উল্লাহ খান রাজু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল টিপু, ফজলে উদ্দিন রায়হানসহ থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কমনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।