পাঁচলাইশে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৯ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির চৌধুরী বাসভবনের সামনে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা চলাকালে ছাত্রলীগ, যুবলীগের হামলায় ১৫-২০ জন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী আহত হয়েছেন।
মুরাদপুরস্থ মোহাম্মদপুরে পুলিশ পাহারায় ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে।
আজ বুধবার (১ জুন) বিকেলে এ হামলা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও ছাত্রলীগ-যুবলীগকে প্রতিহত করার চেষ্টা করেন। পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অস্ত্রের সামনে দাড়াতে না পেরে এদিক সেদিক পালিয়ে রক্ষা পায়।
ছাত্রলীগ যুবলীগের হামলায় দেলোয়ার হোসেন, ফরহাদ আজাদ, আজাদ চৌধুরী, জাকির হোসেন, বাবু,হাসান, শরিফ, আকাশ, মাসুদ রানা, ইমরান, ভুট্টো মাতবর, শাহেদ, ইমন, সুজন সহ ২৫-৩০ জন নেতা কর্মী আহত হয়েছে বলে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ খান জানান।
তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভায় বিনা কারনে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তাদের সাথে ছিল পুলিশ। আমি হামলার তীব্র নিন্দা জানাই।
তিনি আরোও বলেন, সরকারের সময় ফুরিয়ে আসছে এটা বুঝতে পেরে সারাদেশে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের মাঠে নামিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের দমন করতে চায়। এটা কখনো সফল হবে না, জনগণ বিএনপি-যুবদল-ছাত্রদলের সাথে আছে।