টেকনাফে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা-মামলার ঘটনায় কেন্দ্রের নিন্দা ও ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে গত ২৯ মে ২০২২ ইং, কক্সবাজার জেলাস্থ টেকনাফ উপজেলা শাখা আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সমাপ্তির পর বাড়ি ফেরত নেতৃবৃন্দের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। এতে আহত হয় টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পাশা, হোয়াইক্যং উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও ছাত্রদল নেতা আবুজার গিফারী।
আহতরা ছাড়াও মিথ্যা মামলায় আসামি হয় উপজেলা শাখার আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সাইদুল ইসলাম সাইদুল, হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামশুদ্দিন বাদল, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহনেওয়াজ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মী।
এই হামলা ও মামলার বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনীতি বিমুখ আওয়ামী বর্বরতার যুগে হাজারো অবর্ননীয় দূর্দশা সত্ত্বেও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের বিকৃত পৈশাচিকতা নিয়ন্ত্রণ করতে পারছেনা। ফলে এদের নারকীয় তাণ্ডব থেকে মসজিদ থেকে মন্দির; নাট্যমঞ্চ থেকে মাহফিল কোন কিছুই আজ আর রেহাই পাচ্ছে না! অন্যদিকে আইনের রক্ষক পুলিশ ভক্ষকে পরিণত হয়েছে। তারা এসব বর্বরতা দেখেও দেখে না। বাকশালের চশমা পরিধানকারী পুলিশ বাহিনীর এমন একচোখা আচরণ ও কুলাঙ্গার ছাত্রলীগের অসুরীয় ধ্বংসলীলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
নেতৃদ্বয় ছাত্রলীগ, পুলিশ ও সরকারসহ সকলের কাছ থেকে মানবিক আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে হামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।