জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ড্যাবের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ড্যাবের পক্ষ থেকে শহীদ জিয়ার কর্মময় জীবনের উপর এক আলোচনা সভা আগামী ০২ জুন ২০২২ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব অধ্যাপক ডঃ খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রধান উপদেষ্টা, ড্যাব।
সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, সম্মানিত সভাপতি, ড্যাব।
এ ছাড়াও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালামসহ সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।