ধামরাইয়ে যুবদল নেতা হত্যার আসামি ১২ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১০ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ধামরাই থানার পুলিশ বিগত ১২ দিনে ও যুবদল নেতা ফরহাদ হোসেন হত্যা কান্ডের মুল আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা এখন প্রশ্নবিদ্ব হয়ে দাঁড়িয়েছে।
গত ২০ মে শুক্রবার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া বাজারে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নামধারী নেতা জাকারিয়া গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক ফরহাদ হোসেন কে হত্যা করে।
এলাকাবাসী ঘাতক জাকারিয়া কে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু হত্যা কান্ডের ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি।
নিহত ফরহাদের ভাই হারুন মিয়া এ প্রতিবেদককে বলেন ,আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। গাজীখালী নদীর অবৈধ বালু ব্যাবসার জেরে দু'গ্রুপের সংঘর্ষে পরিকল্পিত ভাবে যুবদল নেতাকে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালায়। এই ঘাতক সন্ত্রাসীদের শেল্টারদাতা গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা। ঐ নেতার কারনে ঘাতকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাপিঁয়ে বেড়াত। ধামরাই থানার পুলিশ চিহ্নিত আসামিদের গ্রেফতার করতে না পারায় পুলিশের ব্যাথতা কে দায়ি করছে ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ( আই ও ) এস আই আরাফাত হোসেন বলেন, আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি ও অতি শিঘ্রই আসামিরা গ্রেফতার হবে।