শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর বিএনপির দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩১ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়া শহর বিএনপির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর শহরের বড়গোলাস্থ রওশন শাহ আনোয়ারুল উলুম তাজবীদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
রওশন শাহ মাদ্রাসায় খাবার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রশিদুল হাসান তালুকদার লিটন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল হাসান মুরাদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক প্রমুখ।
এদিকে বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, জেলা যুবদলের আহবায়ক খামেদুল ইসলাম খাদেম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, শহর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি যথাক্রমে জহুরুল ইসলাম ডালু, ময়নুল হক উজ্জল, একে আজাদ মিয়া, মাহবুবর রহমান লুলকা, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, আব্দুল মান্নান, ইকবাল হোসেন রাজু, সাইদুর রহমান, রেজাউল হক, আঃ কুদ্দুস চান, সাধারণ সম্পাদক যথাক্রমে জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সহিদ, আইনুর রহমান, মিলন আখন্দ, রশিদুল হাসান তালুকদার লিটন, আঃ জলিল, ফারুক হোসেন, মাহমুদুল হাসান তুহিন, রাজু বাহার, মিজানুর করিম মাসুদ, এমদাদুল হক মিলন, মতিয়ার রহমান স্বাধীন, সিবলী সাদিক মানিক, দেলোয়ার হোসেন মুক্তার, আব্দুল খালেক, শহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।