শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৫৫ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কর্মসূচি পালন।
ঢাকা মহানগর দক্ষিণ-পল্টন থানা বিএনপি'র উদ্যোগে ঢাকা স্টেডিয়ামের মশাল গেটে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। বেলা ২টায় এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন, এস কে সিকান্দার কাদির, লিটন মাহমুদ, লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস, হাসিবুর রহমান শাকিলসহ বিএনপি নেতৃবৃন্দ।
গেন্ডারিয়া থানা বিএনপি'র উদ্যোগে পুরাতন ঢাকার ধুপখোলা এলাকায় (আজগর আলী হাসপাতালের বিপরীতে) দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে খাদ্য বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি নেতা সাব্বির আহমেদ আরেফ, মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির, জহির দিপ্তীসহ বিএনপি নেতৃবৃন্দ।
ডেমরা থানার ৬৪ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নবী উল্লাহ নবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা আব্দুল হাই পল্লব, জামশেদুল আলম শ্যামল, আনিসুজ্জামানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এর আগে গতকাল ৩০ মে ২০২২, শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৬৬ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপি নেতা ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টুসহ বিএনপি নেতৃবৃন্দ।