জিয়াউর রহমান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করেছেন : হাসান সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:০১ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির কেন্দ্রীয় নেতা গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করে গেছেন। তিনি বলেন, আজ ভিন্ন ধর্মাবলম্বীদের কেউ খোঁজ নিতে চায় না। মনে রাখতে হবে তারাও মানুষ এবং আমাদের সমাজেরই একটি অংশ। জাতি-ধর্ম ভেদে নয়, তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন বলেন, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আমরা সবাই মানুষ। মানুষের মাঝে কোন ভেদাভেদ থাকা উচিত নয়। গাজীপুর মহানগর বিএনপি সকল ধর্ম ও শ্রেণি পেশার মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, জালিম সরকারের মিথ্যা মামলায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ বন্দি দশায় রয়েছেন। আমাদের নেতা তারেক রহমান আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দেশে আসতে পারছেন না। দুর্বার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জালিম সরকারকে হটিয়ে খালেদা জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুর, সরকার জাবেদ আহমেদ সুমন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সদস্য আব্দুর রহিম খান কালা।
টঙ্গী পশ্চিম থানা হিন্দু পূজা কমিটির সভাপতি শ্রী প্রেম আনন্দ বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আজাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, যুবদল নেতা রুম্মন, ছাত্রদল নেতা রুকনুজ্জামান, সাজেদুল ইসলাম, মো. রোমন প্রমুখ।