এই দেশের মালিক আ'লীগ নয়, জনগণ : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৮ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, এই দেশ আওয়ামী লীগের দেশ নয়, এই দেশের মালিক ও আওয়ামী লীগ নয়, এদেশের মালিক জনগণ। শেখ মুজিবুর রহমান সরকারে থাকা কালীন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে। শেখ মুজিবুর রহমানের সরকার ছিল ব্যর্থ সরকার।
শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষকে কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে। আজ চাল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে বার বার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষি বিপ্লবের শুভ সূচনা করে ছিলেন জিয়াউর রহমান। সকল সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করে ছিলেন। তিনিই সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আনাসহ সে সময় এক ফসলের দেশকে তিন ফসলের দেশে রুপান্তরিত করে ছিলেন। তিনি আগামী দিনে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে মহিলা দলসহ সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব মানুষের মাঝে খাবার বিতরন কালে তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি রোকসানা বেগম, মাহমুদা নবাব, নাহিদা আক্তার খানম, খোদেজা বেগম,সাধারন সম্পাদিকা সাইদা বেগম শ্যামা, যুগ্ম সাধারন সম্পাদিকা শামীমা বেগম, সাংগঠনিক সম্পাদিকা পিয়ারা হায়দার, কোষাধ্যক্ষ সুলেখা বেগম, পারভিন আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদ সজিব খান প্রমূখ।