ময়মনসিংহে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫১ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পথচারী ও অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই খাবার বিতরণ করেন তারা।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন জনি।
এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।