জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫২ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে "কীর্তিতে অম্লান-শহীদ জিয়াউর রহমান" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৩১ মে) সকাল দশটায় জেলা ছাত্রদলের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির আকাশ।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান শরীফ ও বিশেষ আলোচক ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব সহ উপজেলা, থানা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক ও সদস্য সচিব।
আলোচনা সভায় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আলোচকবৃন্দ শহীদ জিয়াউর রহমানের কীর্তিময় জীবনের উপর আলোকপাত করেন।