জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার উদ্যোগে ৭ দিনের কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:০৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার আয়োজনে ৭ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার কোরআন শরীফ বিতরণের উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল অবঃ এম এ লতিফ খান, এছাড়াও চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নব গঠিত নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির সম্মানিত সভাপতি, পরপর তিনবার নির্বাচিত মেয়র আলহাজ্ব নজমুল হক সনি। আরও উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক ও জনতার এমপি শেখ রেজাউল ইসলামল, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা সভাপতি ও জেলা যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তার, সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম ইপু, জেলা ছাত্রদলের ১ম সহ-সাংগঠনিক সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স নওগাঁ সদরের সভাপতি শাহাজান বাদশা সহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।