পারভেজ মল্লিকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০১ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সহায়তায় তেরখাদা ও রুপসা'য় উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (৩০ মে) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের পরবর্তীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাল্টু, বিএনপি নেতা শেখ লালিম, গোলজার আলম, ইমদাদুল হক টনি, বাহার মোল্লা, শেখ রাজু আহমেদ, মুন্না পারভেজ, ইমদাদুল, নজরুল, টুটুল, রনি প্রমুখ।
অপরদিকে রুপসার আইচগাতি ইউনিয়নে রান্না খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান, বিএনপি নেতা লিটন তালুকদার, মোঃ হালিম শেখ, মোঃ আহলাদ হোসেন, মোঃ কালাম হোসেন, মেহেদী, সুমন প্রমুখ।
আলোচনা সভায় তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা, তাঁর-ই হাত ধরে এদেশের মানুষ প্রথম বহুদলীয় গনতন্ত্রের স্বাদ গ্রহণ করেছিলো। আজ সেই গনতন্ত্র অবরুদ্ধ। জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরেই তাঁর উত্তরসরী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষ পুনরায় মুক্তি পাবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ শহীদ রাষ্ট্রপতিকে জান্নাতুল ফেরদৌস দান করুন।'