ফতুল্লায় রনির নেতৃত্বে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০১ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে যুবদলের উদ্যোগে ফতুল্লায় রান্না করা খাবার বিতরণ এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩০ মে) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাশিপুর এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়নের মোট ১২টি স্পটে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রতিটি স্পটে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলাদ দোয়ায় অংশ নেন এবং গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনির, সদস্য সচিব জসিম, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আরমান, কায়েস আহমেদ পল্লব ও মুরাদ হাসান প্রমূখ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘জিয়াউর রহমান এদেশের মানুষের মাঝে বেঁচে আছে। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আগেও মাঠে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।