সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
৩০ মে ১৯৮১ সাল বাংলাদেশের সমকালীন সমাজ, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি শোকাবহ দিন। বেদনার দিন। ঐদিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে কয়েকজন বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন স্বাধীনতার মহান ঘোষক সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শাহাদাৎ বরন করেন শহীদ জিয়াউর রহমান।
পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় চাটমোহর উপজেলা বিএনপি‘র আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামের বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলাম দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চলনা করেন, উপজেলা যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর সহধর্মিণী বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বিএনপি প্রধান। তার বড় ছেলে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন। সামরিক অফিসার হয়েও গণতন্ত্রের প্রতি তার গভীর আস্থা ছিল এবং তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন যে, জনগণই সকল ক্ষমতার উৎস। তিনি বলতেন, সামরিক শাসন কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। গণতন্ত্রই এ পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যবস্থা।
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ নুরুল ইসলাম আরোজ খাঁন, মোঃ আব্দুল আজিজ জোয়াদ্দার, অ্যাড. আঃ হালিম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মোন্তাজ আলী, মোঃ লিখন বিশ্বাস, মোঃ ককিল উদ্দিন, মোঃ মোহসীন আলী, মোহাম্মদ আলী (চেয়ারম্যান), মোঃ সাইফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, মোঃ রাশেদুল ইসলাম হেলাল, মোঃ রেজাউল সরকার, মোঃ আসাদুজ্জামান লেবু, মোঃ তানভির হোসেন লিখন, আব্দুর রশিদ, প্রমূখ।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুস সালাম সরকার, মোঃ তোজাম্মেল হোসেন, মোঃ গোলাম আজম, মোঃ সোহেল রানা, মোঃ মাসুম, মামুন হোসেন, মোঃ রবিউল করিম, মোঃ জাকির হোসেন, রাসেল, মোঃ হারুনুর রশীদসহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।