জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কাশিমপুর থানা বিএনপির দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানর বিএনপির আহ্বায়ক আলহাজ সালাহ উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন। সঞ্চালনায় ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর। সাধারণ সম্পাদক বিএনপি কাশিমপুর থানা।
আরো উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম শাহীন, সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু, বিএনপি নেতা আনোয়ার হোসেন মৃধা, এনায়েত হোসেন মোল্লা, আব্দুস সামাদ মাতাব্বর, মোঃ কবির হোসেন মোল্লা, কাশিমপুর থানা ছাত্রদলের আহ্বায়ক এরশাদ সরকার, সদস্য সচিব মোঃ কাউসার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।