জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎবার্ষিকীতে রাজশাহী মহানগর যুবদলের দোয়া মহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি'র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুর ২টায় নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করে মহানগর যুবদল। এছাড়া মালোপাড়া ইসলামিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, রিটন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি এদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশের দিকে অগ্রসর করেছিলেন।
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা,মহানগর বিএনপির সদস্য আবু হেনা রান্টু, আকতকর হোসেন, মহানগর যুবদলের সম্মানিত সদস্য বনি সরদার। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদল সদস্য মিজদাকুল হক মিলন, শফিক মাহমুদ তন্ময়, মনিরুল ইসলাম জনি, জুয়েল ইসলাম, হাসনাত হোসেন ফয়সাল জন, মির্জা ইমরুল মুন্না, সুরাজ আলী, রফিক, সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, রাকিব হোসেন, রবিনুল হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আশরাফুজ্জামান সজিব, টোকেন সহ রাজশাহী মহানগর যুবদল ও থানা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি সালাউদ্দিন।