চরফ্যাশনে জিয়াউর রহমানে ৪১ তম শাহাদাৎবাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৪ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবাষির্কী উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শরীফ পাড়াস্থ বাসভবনের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া-মুনাজাতে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএপি’র সহ-সভাপতি মো. কয়ছর আহম্মদ কমল, ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক সিকদার হুমাইন কবির, পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রেুা, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লা বাহার, উপজেলা যুবদলের সিনিয়র-সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স, পৌর যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, শ্রমিকদল নেতা আনোয়ার কুতুব, ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক আল এমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল মাহবুব বেলাল, সদস্য সচিব মহসিন আলম, পৌর যুবদল নেতা আবুবকর সিদ্দিক মিল্টন, জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আরিফ ফরাজী, সদস্য সচিব কাজী অনিক কাজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াজুল ইসলাম ইয়াজ, চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রদল সদস্য সচিব মেহেদী মিয়াজী প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা ও পৌরসভা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।