জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি’র দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৯ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৩ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহী জেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সদস্য আলী হোসনে, জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, রায়হানুল আলম রায়হান, রোকনুজ্জামান আলম, ডিএম জিয়াউর রহমান , জাকিরুল ইসলাম বিকুল ও পবা উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেন।
কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নুসরাত এলাহী রিজভী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসু ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম জুম্মা ও জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা।
মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমেনা হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগমসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।