মোহনপুর উপজেলা বিএনপি’র দোয়া মাহফিল ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেলে মোহনপুর বাজারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মাহনগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব-অর-রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামিমুল ইসলাম মুন। মোহনপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাচ্চু রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে পবা উপজেলার নওহাটা পৌর বিএনপি’র আয়োজনে নওহাটা মহিলা কলেজ মাঠে একই ধরনের অনুষ্ঠান হয়। সেখানেও নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সেখানেও তিনি বক্তব্য রাখেন। একই বিষয় নিয়ে কাটাখালী যুবদলের আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়। সেখানেই তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।