শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের পতাকা উড্ডীয়ন করেছিলেন : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫১ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ জিয়া বাকশালের ধ্বংসস্তূপের ওপর বহুদলীয় গণতন্ত্রের পতাকা উড্ডীয়ন করেছিলেন। আর সেই বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই বাকশালের কফিন থেকে আওয়ামী লীগের পুনঃজন্ম হয়েছিল এবং শেখ হাসিনা স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরে রাজনীতি করতে পারছেন। কিন্তু ন্যূনতম কৃতজ্ঞতাবোধ না থাকায় আওয়ামী লীগ শহীদ জিয়াসহ জিয়া পরিবারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। শহীদ জিয়ার সাথে সাথে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে নিজেদের ব্যার্থতা,দুঃশাসন,দ্রব্যমূল্যের উর্ধগতি,অর্থনৈতিক দূরাবস্থা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবীর, আবদুল হাই,নাদিম আহম্মদ,বিএনপি নেতা আরফান আলী,পরান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ার বাঘবেড় ইউনিয়ন, মুন্সিরহাট বাজার, নাগলা বাজার, কৈচাপুর ইউনিয়ন, দর্শা নদীর পাড় এবং হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মধ্যে খাদ্য ও কাপড় বিতরণ করেন।