বোয়ালমারীতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।
এ উপলক্ষে আজ সোমবার বিকালে উপজেলার হাসামদিয়াস্থ শাহ জাফর টেকনিক্যাল কলেজ মিলায়েনতনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ, বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, পৌর যুব বিষয়ক সম্পাদক মাহবুবুর রশিদ হেলাল, পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দীন, খান আতাউর রহমান, গোলাম কুদ্দুস মোল্যা, মিনহাজুর রহমান লিপন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, রোকনুজ্জামান বকুল, মো. ইমরান হোসেন, মো. মহিবুল ইসলাম, চৌধুরী জাকির হোসেন, কামাল হোসেন, আনিসুজ্জামান তপু প্রমূখ।