দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০০ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১২:৫৯ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
মহান স্বাধীন ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ সোমবার (৩০ মে) বিকেলে দৌলতপুর উপজেলার রিফায়েতপুরে আসরের নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নান্নু মাস্টার, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদ নেওয়াজ রানা, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান রুমন, ইমরান হোসেন, কুষ্টিয়া সরকারি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম জনি, ছাত্রনেতা হাসানুজ্জামান সাকিব, মভিরুল ইসলাম রাছেল, মিঠুন আলী, আয়ন, শামিম, ছানোয়ারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।