সাভারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১১:৪০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদল উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সাভারের বিরুলিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে সাভার, আশুলিয়া এবং ধামরাই থানাসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঢাকাজেলা উত্তর ছাত্রদল রাজপথে থাকবে ইনশাআল্লাহ।