ময়মনসিংহে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির দিনভর কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৩৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
আজ সোমবার সকালে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।এরপর কোরআন তেলাওয়াত শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।
দুপুরে দলীয় কার্যালয়ের সামনে গণভোজের এবং বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ডা: মাহাবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মহানগরী প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ বিতরণ করেছে মহানগর বিএনপি। এসব আয়োজনে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর আসনে বিএনপির নমিনি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী পৃথক পৃথক ভাবে অংশ গ্রহন করেন। এ সময় মহানগর বিএনপির অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গৌরীপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নূরুল হকের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. শরাফ উদ্দিন, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী তানজিল চৌধুরী লিলি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আলী আকবর আনিস, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রতন প্রমূখ।
বাকৃবি : এছাড়াও বাদ জোহর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিবসটি উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ এসোসিয়েশন ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।